দেশে কোভিড-গ্রাফে স্বস্তি। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯২।দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৯২০। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১১ হাজার ২৩০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ২ হাজার ৫০৫।দেশে ইতিমধ্যেই ১৭৫ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৩১৯। সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১২,৭৯৪ জন। রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৭৩৬ জন। যা গতকালের তুলনায় ১,০৪০ জন কম। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।