ভারতে অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যাওয়ায় পবিত্র রমজানের রোজা ভঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে ‘ঈদ মোবারক’ শুভেচ্ছা জানিয়েছেন। “ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। আমাদের সমাজে সম্প্রীতি ও সহানুভূতির চেতনা আরও বৃদ্ধি করুক। সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক,” প্রধানমন্ত্রী শনিবার টুইট করেছেন। ঈদ ঘোষণার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর দরবারে মোনাজাত করে পরস্পরকে ঈদ-মোবারক আলিঙ্গনে ভালোবাসা জানান। নামাজ পড়ার পরপরই শনিবার জামে মসজিদে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানান মানুষ। সারা বিশ্বে বিপুল আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর।