১৮ই নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কলকাতা এবং ত্রিপুরার সমস্ত শোরুমে ‘শুভ বিবাহ উৎসব’ উদযাপিত হয় । ৪৪ দিন ধরে চলা এই বিশেষ উৎসবে যে সব গ্রাহকরা কেনাকাটার করার জন্য কুপন পেয়েছিলেন তাঁদের মধ্যে থেকেই সংস্থার ধর্মনগর শোরুমে মেগা লাকি ড্র অনুষ্ঠিত হয়েছে I সিমলা, গোয়া ও জয়পুর ভ্রমণের লাকি ড্রয়ের বিজেতাদের আগেই এক অনুষ্ঠানে বেছে নেওয়া হয়েছিলো।
সেই উপলক্ষে উত্তর ত্রিপুরার জেলা শাসিকা শ্রীমতি চাঁদনী চন্দ্রন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর রূপক সাহা I তারা শুভ বিবাহ উৎসবের মেগা লাকি ড্রয়ের বিজয়ী কে বেছে নেন।
এবারের মেগা লাকি ড্রয়ের বিজয়ী গ্রাহক হলেন অস্মিতা সাহা (A 1288)।
“আজ এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং ভাগ্যবান গ্রাহক এবং তার এক সঙ্গীকে ফুকেতে ছুটির আনন্দ উপভোগ করার জন্য শুভেচ্ছা কামনা করছি”, বলেন উত্তর ত্রিপুরার জেলা শাসিকা শ্রীমতি চাঁদনী চন্দ্রন | তিনি আরও বলেন, ” আমি ধর্মনগর এবং উত্তর ত্রিপুরার অন্যান্য স্থানে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের আরও অনেক উপস্থাপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন,
“প্রথমেই সবাইকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা I এই বছরের ‘শুভ বিবাহ উৎসব’ অসামান্য সাফল্য পেয়েছে। আমাদের সকল প্রিয় গ্রাহকদের ও রাজ্যবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের এই আয়োজনে পাশে থাকার জন্য |” তিনি আরও বলেন, “আমাদের প্রিয় গ্রাহকদের সমর্থন এবং পৃষ্ঠপোষকতার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ বিবাহ উৎসব’ এই বছর তার উনবিংশ বর্ষে পা রাখল এবং লাকি ড্র এবং মেগা ড্র সহ বিশেষ অফারটি হল সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের এক উপায়। আজ এখানে আমাদের সাথে থাকতে সম্মত হওয়ার জন্য আমরা শ্রীমতি চাঁদনী চন্দ্রন কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। ধর্মনগর এবং উত্তর ত্রিপুরার অন্যান্য স্থানে – আমাদের উৎকর্ষ সাধন এবং সিএসআর উদ্যোগ উপস্থাপনের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো”।
শুভেচ্ছা বিনিময় ও সকল কে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে সুন্দর অনুষ্ঠানটি শেষ হয়।



