Thursday, November 13, 2025
বাড়িখবরবাণিজ্যঅনুষ্ঠিত হল SRMB – এর বিশেষ অনুষ্ঠান “ আশীর্বাদ”

অনুষ্ঠিত হল SRMB – এর বিশেষ অনুষ্ঠান “ আশীর্বাদ”

বিগত তিন দশক ধরে রাজ্যের মাটিতে সুনামের সাথে কাজ করে আসছে SRMB , তাদের এই পথ চলার সময় তাদের পাশে থেকে তাদের সহযোগীতা করেছেন যে সমস্ত চ্যানেল পার্টনার এবং ডিলার ডিস্ট্রিবিউটাররা তাদের পরিবারের অভিভাবকদের প্রতি টুকেন সন্মান তুলে ধরার লক্ষে আজ তথা মঙ্গলবার রাজধানীর কুঞ্জবনস্থিত হোটেল পলো টাওয়ারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SRMB – এর সিনিয়র এডভাইজার অনির্বাণ দাস মজুমদার । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SRMB – এর চ্যানেল পার্টনারের পরিবারের লোকেরা । এদিন SRMB – এর সিনিয়র এডভাইজার অনির্বাণ দাস মজুমদার উপস্থিত অভিভাবকদের মধ্যে SRMB – এর পক্ষ থেকে টুকেন সন্মান তুলে দেন । অনুষ্ঠানে শ্রী মজুমদার বলেন SRMB রাজ্যের সংস্কৃতি , ব্যবসা ও মানুষের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত , তাছাড়া আমাদের যারা চ্যানেল পার্টনার এবং ডিলার ডিস্ট্রিবিউটাররা রয়েছেন তাদের সাথে আমাদের সম্পর্ক একটি পরিবারের মত , আমারা চায় এই সম্পর্ক আরও সুদৃঢ় হোক এবং একসাথে আমরা সকলে ভাল থাকি এটাই আমাদের উদ্দেশ্য । এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য