সাধারণ মানুষকে সুলভে সুচিকিৎসা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতালের বিভিন্ন বিভাগে বিভিন্ন নামীদামী চিকিৎসকের দ্বারা রোগীদের যত্ন সহকারে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় ।
এছাড়া এই হাসপাতালে OPD পরিষেবায় রয়েছেঃ
১. ডাক্তার দেখানোর খরচ মাত্র ১০ টাকা
২. ওষুধের উপর বিশেষ ছাড়ের সুবিধা
৩. এখানে সুলভে রক্ত পরীক্ষা করা হয়
৪. এখানে সুলভে এক্সরে (X-RAY) করা হয়
৫. এখানে সুলভে ইসিজি (ECG) করা হয়
৬. এখানে সুলভে ফিজিওথেরাপি (Physiotherapy) করা হয়



