ধনতেরাস মানে সৌভাগ্যের দেবী ও সম্পদের দেবীর আরাধনা। শ্রী ও সম্পদের দেবী ধনলক্ষীকে প্রতিঘরে ঘরে স্বাগত জানানোর উৎসব ধনতেরাস। দেবীর আগমনে ও আশীর্বাদে সৌভাগ্যের অধিকারী হয়, এই কামনা নিয়ে ধনতেরস উৎসব উদ্যাপন করার রীতি প্রচলিত। কালিকা জুয়েলার্সের ‘ধনং দেহী ধনতেরস’ সৌভাগ্যের উৎসব যা সোনার গয়না কেনার মাধ্যমে উদ্যাপন করার রীতি প্রচলিত। কালিকা জুয়েলার্স আগামী ২১শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর, এই ১১ দিনব্যাপী ধনংদেহী ধনতেরাস উৎসবের আয়োজন করেছে। এই উৎসবে থাকছে গ্রাহকদের মনজয় করা এসময়ের আকর্ষণীয় ডিজাইনের স্বর্নালঙ্কারের বিপুল সম্ভার। থাকছে নজরকাড়া বিয়ের গয়না, জন্মদিনের গয়না, হালকা থেকে ভারী সোনার চোখ ধাঁধানো ডিজাইনের গয়না-যা সকলের সাধ ও সাধ্যের মধ্যে রয়েছে। এই উৎসবকে কেন্দ্রকরে কালিকা জুয়েলার্স রেখেছে নানা অফার। নূন্যতম ১০ গ্রাম স্বর্নালঙ্কার কেনার উপর ১টি করে স্বর্নমূদ্রা। আরো থাকছে প্রতিকেনাকাটায় নিশ্চিত উপহার সামগ্রী। সবার জন্য মজুরীতে থাকছে ২০% ছাড়। প্রতিদিন ৩ জন ভাগ্যবান ক্রেতা পাবেন ১টি করে স্বর্নমুদ্রা। সর্বশেষে থাকছে ৫ জন সোনার মেয়ে, তারা প্রত্যেকেই পাবেন একটি করে স্কুটি- যা শারদীয় মিলনমেলা ও ধনং দেহী ধনতেরস উৎসবের সম্মিলিত উপহার। এই পুন্য উৎসবে সকল সম্মানিত ক্রেতা সাধারনকে সাদর আমন্ত্রন জানাচ্ছে কালিকা জুয়েলার্স ।