Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই শিঙিছড়া এলাকায় কিসান মোর্চার উদ্যোগে জন জমায়েত

খোয়াই শিঙিছড়া এলাকায় কিসান মোর্চার উদ্যোগে জন জমায়েত

খোয়াই বিধানসভার অন্তর্গত সিঙ্গিছড়া এলাকায় মঙ্গলবার বিকাল তিনটায় কৃষাণ মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক জনজমায়েত। এই জন জমায়েতটি ভাগ্যটিলা স্কুল মাঠে আয়োজিত হয় এই জনসভায় সভাপতিত্ব করেন কৃষাণ মোর্চার শক্তি কেন্দ্রের প্রমুখ সমর পাল, উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহসভাপতি প্রনব বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। বিগত দিনে ঐ এলাকার কট্টর সি পি আই এম সমর্থক যথাক্রমে, পিন্টু নাথ শর্মা, মিন্টু নাথ শর্মা ও বাদল দেবনাথ এই তিন পরিবারের ৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, দল ত্যাগীদের হাতে পতাকা তুলে দেন বি জে পি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস ও মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য