নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক প্রচার ব্যাপক হারে চালিয়ে যাচ্ছেন। কারণ ২০২৩ এর রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। যদিও ইদানিং কালে বিজেপি এবং সিপিএম দল তাদের বিভিন্ন নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন এর থেকে পিছিয়ে নেই কংগ্রেস দল ও। কংগ্রেস দল তাদের নির্বাচনী প্রচার জনসম্পর্ক অভিযান মিছিল মিটিং ইত্যাদি নিত্যদিন করে চলেছেন। তেমনিভাবে রবিবার কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগ কার্তিক দেবনাথের নেতৃত্বে চলছে জনসম্পর্ক অভিযান। কার্তিক দেবনাথের নেতৃত্বে রবিবার কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের ৩৪ নম্বর বুথের পূর্ব কল্যাণপুর গাঁও সভার ভাতেখা গ্রামে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এক জন সম্পর্ক অভিযান করা হয়। দলের পক্ষ থেকে কার্তিক দেবনাথ এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। এবং জনসম্পর্ক অভিযান শেষ করে কার্তিক দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শাসক দল যে উন্নয়ন এবং সুশাসনের গল্প করছে এই উন্নয়ন যে শুধু মুখের বুলি তা আমরা উপলব্ধি করতে পেরেছি। দীর্ঘ ৫৮ মাসের বঞ্চনা হুমকি লাঞ্ছনা থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। ২০১৮ এর নির্বাচনের আগ মুহূর্তে বিজেপি দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এর মধ্যে কোনোটি পালন করেনি সরকার ক্ষমতা আসার পর বিজিবি দল বলে অভিযোগ করেন কার্তিক দেবনাথ। শুধু তাই না দলের কর্মীসহ রাজ্যের বিভিন্ন শিক্ষিত যুবক যুবতীদের কোন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করেননি উপড়ন্ত চাকুরীর ব্যাপারে বর্তমান জোট সরকার একেবারেই হাত তুলে নিয়েছেন। টেটের মাধ্যমে চাকরিগুলি ছাড়া আর কোন ধরনের চাকরি রাজ্যে তেমন হয়নি এতে করে বিশাল অংশের যুবসমাজ ক্ষিপ্ত হয়ে রয়েছেন। পাশাপাশি অনেক শিক্ষিত যুবক যুবতীদের চাকুরী পাবার বয়সসীমা পেরিয়ে গেছে। এই দিন কংগ্রেসের জন সম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিক্রম সিনহা পিসিসি সদস্য অসুখ দেব যুব সভাপতি উদ্ধব বিশ্বাস, ব্লক সভাপতি সাধন মল্লিক প্রদীপ রায় আরো অন্যান্যরা।



