Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যতিনটি রাস্তা উদ্বোধন হল পুর নিগমের তিন নং ওয়ার্ডে।

তিনটি রাস্তা উদ্বোধন হল পুর নিগমের তিন নং ওয়ার্ডে।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল আগরতলা পুরো নিগমের তিন নং ওয়ার্ডের এলাকাবাসীর। বলা চলে প্রায় 40 বছরের অধিক অনুপযোগী ছিল এই রাস্তা দিয়ে চলাচল যার ফলে এলাকাবাসীর ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো তাছাড়া এই অভিযোগ নিয়ে বিগত সরকারের বিধায়কদের কাছে দরখস্ত হলেও কোন প্রকার হেল্দুল ছিল না তাদের মধ্যে কেননা রাজ্যের সরকার ছিল বামফ্রন্টের এবং এলাকার বিধায়ক ছিলেন বিরোধী দলের সুতরাং এই একমাত্র কারণে এই তিন নং ওয়ার্ডের এলাকাবাসীদের দীর্ঘ ৪০ বছর পোহাতে হয়েছে নানা ধরনের সমস্যা। বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকার এই অসাধ্য কাজ সাধ্য করে দেখালো আগরতলা পুর নিগমের সহযোগিতায়, এই তিন নং ওয়ার্ডের বর্তমানে আটটি রাস্তার মধ্যে তিনটি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি পাঁচটি রাস্তার কাজ এখনো চলছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পর বেজায় খুশি এলাকাবাসী।এলাকার কর্পোরেটর জগদীশ দাসের হাত ধরে এই তিনটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয় রবিবার। এদের সংবাদ মাধ্যমকে এলাকার কর্পোরেটর বলেন রাজ্যে বিজেপি একটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যবাসী সমস্যা সমাধানে দ্রুততার শহীদ উন্নয়নমূলক কর্মযজ্ঞের প্রক্রিয়া চালিয়েছেন এবং এদের তিনি আরো বলেন বিগত বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন এই এলাকার ৩৪০ জন টুয়েব কার্ড বাতিল করা হয়েছিল যা তৎকালীন সময়েও ফাইনান্সিয়ালি চালু ছিল। তারপর সরকার আসার পর এই এলাকার 340 টি টুয়েব কার্ড চালু করা চালু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য