রবিবার আগরতলা তৃণমূল কংগ্রেসের অফিসে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তুনু সাহা সহ অন্যানরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায় বলেন উত্তর পূব ভারতে মহিলাদের উপর ধষনে এিপুরা প্রথম স্তান দখল করেছে। বিগত আড়াই বছরে ৩৮১ টা ধষন এর ঘটনা ঘটেছে কিন্তু রাজ্য সরকার উদাসীন রাজ্যে খুন, নারী নিযাতন ক্রমাগত বেড়েই চলছে তাই বিরোধী দল হিসাবেতৃনমূল কংগ্রেস চুপ করে বসে থাকবেনা তাই আগামী ১৪ তারিখ আগরতলা জুড়ে মহামিছিলহবে শুরু হবে গান্ধিঘাট থেকে তার পর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সামনের জনসমাবেশ হবে।পাশাপশি তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেসরবিবার থেকে ডোর টু ডোর প্রচার চালিয়ে যাবেন।বাংলায় যে উন্নয়ন চলছে সেই উন্নয়ন এিপুরা রাজ্যে ও সেই উন্নয়নে এিপুরা রাজ্যের মানুষ ও পেতে পারে সেই উদ্দেশ্য প্রচার চালিয়ে যাবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায়,।



