Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্যরাজ্য সরকারের প্রকল্পের বাস্তবায়নে রাজ্যের মানুষের উন্নতি হচ্ছে- রাজ্যপাল

রাজ্য সরকারের প্রকল্পের বাস্তবায়নে রাজ্যের মানুষের উন্নতি হচ্ছে- রাজ্যপাল

আজ প্রজাতন্ত্র দিবস। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে দেশবাসী। প্রতি বছরেরে মত এই বছরেও রাজধানী আগরতলার আসাম রাইফেলস প্যারেড গ্রাউন্ডে মূল অনুষ্ঠানটি করা হয়। করোনা বিধি মেনেই সমস্ত অনুষ্ঠান করা হয় । এদিনের হাসান রুবেল প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব,সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক রা। রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্যপাল কে গার্ড অব অনার জানানো হয়। কুচকাওয়াজে মধ্য দিয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস স্বল্প পরিসরে অভিবাদন জানানো হয়।ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। … কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে, ১৯৪৯ খ্রিঃ ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। এই দিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের রাজ্যপাল ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসী ও রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন জানান তার পাশাপাশি তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যের উন্নয়নের দিকে লক্ষ রেখে রাজ্য সরকার যে সকল উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করছেন তাতে করে ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য ভালো বলে, উনার বক্তব্য তুলে ধরেন। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে রাজ্য পুলিশের অধিকারীদের কে পুরস্কারে পুরস্কৃত করা হয়। আসাম রাইফেল প্যারেড গ্রাউন্ডে কত তম প্রজাতন্ত্র দিবস কে কেন্দ্র করে নিরাপত্তা ছিল জোর কদমে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য