আগামী ২৬ শে সেপ্টেম্বর থেকে রাজধানীর বনেদি জুয়েলারি সংস্থা রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হতে চলেছে “শারদীয়া স্বর্ণবাহার”। চলবে ১লা অক্টোবর অবধি। এই শারদীয়া স্বর্ণ বাহার অনুষ্ঠান উপলক্ষে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট কুড়ি শতাংশ ছাড়, হীরের গহনার মজুরিতে ফ্ল্যাট ৭৫ শতাংশ ছাড়, তাছাড়া পরীক্ষিত গ্রহরত্ন এবং রুপোর গহনার মজুরিতে রয়েছে 10% ছাড়। পাশাপাশি স্বর্ণ সঞ্চয় স্কীমের অধীনে টাকা জমিয়ে কিস্তিতে নতুন গহনা কেনার সুবর্ণ সুযোগ। তাছাড়া ফাইন্যান্স ফেসিলিটি তে সহজ ইএমআই কিস্তিতে পছন্দের গয়না কেনার সুবর্ণ সুযোগ ও যে কোন দোকান থেকে কেনা পুরনো গয়নার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার স্বর্ণমুদ্রা।



