সারা রাজ্যে বতমানে যেই অবস্থা তসতে দিন দিন বেকার এর সংখ্যা বেড়েই চলেছে এই অবস্তাতে শহর ও গ্রামে অনেক যুবক যুবতীরা টি ওয়াই এফ এর সভ্য পদ নিচ্ছেন নিজের ইচ্ছা থেকেই বক্তা টি ওয়াই এফ এর প্রক্তন সাধারন সম্পাদক অমলেন্দু দেববর্মা। মঙ্গলবার আগরতলার কর্নেল চৌমুনী এলাকায় টি ওয়াইফ এফ এর পক্ষ থেকে সভ্য পদ কর্মসূচি করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টি ওয়াই এফের কেন্দ্র কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা সহ টি ওয়াই এফের অন্যান্য কর্মী সমর্থকরা। ২০২২ সালের সেপ্টেম্বর মাস পুরোটাই টিওয়াইএফের সব বোধ কর কর্মসূচি করা হবে বলে জানান প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা।



