Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যশুরু হলো টি ওয়াই এফের সভ্যপদ অভিযান

শুরু হলো টি ওয়াই এফের সভ্যপদ অভিযান

সারা রাজ্যে বতমানে যেই অবস্থা তসতে দিন দিন বেকার এর সংখ্যা বেড়েই চলেছে এই অবস্তাতে শহর ও গ্রামে অনেক যুবক যুবতীরা টি ওয়াই এফ এর সভ্য পদ নিচ্ছেন নিজের ইচ্ছা থেকেই বক্তা টি ওয়াই এফ এর প্রক্তন সাধারন সম্পাদক অমলেন্দু দেববর্মা। মঙ্গলবার আগরতলার কর্নেল চৌমুনী এলাকায় টি ওয়াইফ এফ এর পক্ষ থেকে সভ্য পদ কর্মসূচি করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টি ওয়াই এফের কেন্দ্র কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা সহ টি ওয়াই এফের অন্যান্য কর্মী সমর্থকরা। ২০২২ সালের সেপ্টেম্বর মাস পুরোটাই টিওয়াইএফের সব বোধ কর কর্মসূচি করা হবে বলে জানান প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য