নবম ও দশম শ্রেণীর শিক্ষক যারা হবেন তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হল রবিবার বেলা ১২ টা থেকে।পশ্চিম জেলার 32 টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে । পরীক্ষায় বসছেন 10 হাজার 995 জন প্রার্থী। এরা পরীক্ষা দেবেন 230 টি শূন্য পদের জন্য। সকাল দশটায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে।টি আর বি টি পরিচালিত এস টি জি টি পরীক্ষা শুরু হয় সারা রাজ্যে।।মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ও এই পরীক্ষা নেওয়া প্রক্রিয়া চলছে। টি আর বিটির সমস্ত নিয়ম মেনেই এই পরীক্ষা চলছে বলে জানান স্কুলের হেডমাস্টার নন্দন সরকার তিনি বলেন এই বিদ্যালয় ৫৫২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে টি আর বি টি সমস্ত নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে বলে জানান তিনি



