শুক্রবার আমরা বাঙালি কার্যালয়ে আমরা বাঙালি রাজ্য কমিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত ২৫-০৮-২০২২ইং দলীয় অনুশাসন , শৃঙ্খলা ও আমরা বাঙালী দলের ঐক্যবিরোধী কাজে লিপ্ত থাকার জন্যে তথা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্যে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, ঐ নোটিশ পাওয়ার ০৩ দিনের মধ্যে আপনাকে জবাব দেওয়ার জন্যে অনুরোধ করা হয়েছিল । কিন্তু গত ০১/০৯/২০২২ ইং ০৩ দিন অতিক্রান্ত হয়ে গেলেও আপনার থেকে কোন উত্তর পাইনি । তারপর আমরা বাঙালী , ত্রিপুরা রাজ্য কমিটিতে আপনার দলবিরোধী উল্লেখিত বিভিন্ন কাজের বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রকাশ পায় যে , আপনি আমরা বাঙালী সংঘটনের নিয়মাবলীর ৭ ( গ ) নং ধারায় উল্লেখিত আমরা বাঙালীর নৈতিক আদর্শ না মেনে ও সংঘটন তথা দলবিরোধী বিভিন্ন কাজে লিপ্ত রয়েছেন । এমতাবস্থায় আমরা বাঙালী দলের ঐক্য তথা সংহতি ও শৃঙ্খলা রক্ষার জন্যে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। আপনাকে গত ০২ / ০৪ / ২০২২ ইং থেকে আজ পর্যন্ত দলের ঐক্যবিরোধী কাজ তথা আমরা বাঙালী সংঘটনের শৃঙ্খলাভঙ্গ ও অনুশাসন লঙ্ঘন করার জন্যে দোষী সাব্যস্ত করে আমরা বাঙালী সংঘটন থেকে ০৯ / ০৯ / ২০২২ ইং থেকে ০১ ( এক ) বছরের জন্যে বহিস্কার করা হলো । সেই সঙ্গে আমরা বাঙালী দলে ১ ( এক ) বছরের জন্যে আপনার প্রাথমিক সদস্য পদও খারিজ করা হলো । আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির উপরিউক্ত সর্বসম্মত সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দেওয়া হলো



