সোমবার জে আর বিটি ছাত্র ছাত্রীরা রেজাল্টের দাবিতে জে আর বিটির অধিকর্তার সাথে দেখা করতে আসেন, কিন্তু অধকর্তা নেই বলে দেখা করতে পারেনি। তাই তারা জে আর বিটি দপ্তরে বসে পড়েন, তাঁদের দাবি আজকের মধ্যে জানাতে হবে কবে নাগাদ রেজাল্ট প্রকাশ করা হবে না হলে এই স্থানেই বসে থাকবেন। পরবর্তী সময় পুলিসের সাথেও বচসা বাধে, যদি কোন সঠিক সদুত্তর না পায় তাহলে আত্মহত্যা করবে বলেও জানায়। তাঁর জন্য দায়ী থাকবেন জে আর বিটির কর্তৃপক্ষ বলে হুমকি দেয়। তারপর পরবর্তী সময়ে জানা যায় উনি মিডিয়ার ভয়ে লুকিয়ে ছিলেন এবং ৬ জনের প্রতিনিধি দল দেখা করতে যায়, সাংবাদিকদের আটকে দেওয়া হয়। মহিলা অধিকর্তা পুলিশদের দিয়ে জানিয়ে দেন উনি মিডিয়ার সামনে কথা বলবেনা বলে।