দীর্ঘদিন ধরেই রাজধানীবাসি চোরের বাড়বাড়ন্ত নিয়ে পুলিশ প্রশাসনের দরজার কড়া নেড়ে আসছে, কিন্তু পুলিশ প্রশাসন কোন প্রকার কর্নপাত করিনি। তাই হয়তোবা এর খেসারত পেল পুলিশ প্রশাসনেরই এক পুলিশ কর্মী। জানা যায় চোরের দল এবার থাবা বসিয়েছে পুলিশের সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার দাসের বাড়িতে। উনার বাড়ি জয়পুর এলাকায়। দুটি দামি বাইক থেকে শুরু করে নগদ অর্থসহ জরুরী কাগজপত্র নিয়ে যায় বলে জানা যায়। এদিন সংবাদমাধ্যমকে সব ইন্সপেক্টর সুদীপ কুমার দাসের ছেলে জানান ভুর সাড়ে পাঁচটা নাগাদ ওনার মা ঘুম থেকে উঠে দেখতে পান যে ঘরে বাইক রাখা ছিল সে ঘরের দরজা ভাঙ্গা এবং ভেতরের অবস্থা লন্ডভন্ড তা দেখে চিৎকার চেঁচামেচিতে সকলেই বেরিয়ে এসে একই ঘটনা প্রত্যক্ষ করেন এবং খবর দেন পুলিশে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে যায় এবং জরুরী কাগজপত্র কি কি ছিল তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন তিনি। এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।