Friday, October 18, 2024
বাড়িখবরলাইফ স্টাইলমুক্তি পেয়েছে ঋত্বিকের অভিনীত নতুন ওয়েবসিরিজ 'গোরা

মুক্তি পেয়েছে ঋত্বিকের অভিনীত নতুন ওয়েবসিরিজ ‘গোরা

পর্দায় তিনি যেন ঠিক পাশের বাড়ির ছেলেটা। নিপাট ভালো মানুষ, চাকচিক্য়হীন, সাদামাটা। কখনও আবার সেই সাধারণ চেহারার পিছনে লুকিয়ে থাকে খুনি সত্তাও। কখনও তিনি মস্ত বড় শেফ, কখনও গোয়েন্দা, কখনও আবার পড়াশোনায় ভালো ছাত্র। আর পর্দার বাইরে? সেখানে তিনি নিতান্ত ঘরোয়া, টলিউডের অন্যতম ‘ফ্যামিলি ম্যান’ ঋত্বিক চক্রবর্তী । সদ্য মুক্তি পেয়েছে ঋত্বিকের অভিনীত নতুন ওয়েবসিরিজ ‘গোরা’ (Gora)। এই সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখেন ঋত্বিক। অভিনয়ের পাশাপাশি পরিবারের জন্য কতটা সময় দিতে পারেন ঋত্বিক? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অভিনেতা বললেন, ‘বাড়ির জন্য আমার অনেকটাই সময় থাকে। কাজ ছাড়া আমি ভীষণ ঘরোয়া। পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসি। যতটা সময় আমি বাড়ির জন্য দিই ততটাই আমার জন্য। আমি মানুষটাও পরিবারের থেকেই নতুন করে বাঁচার রসদ পাই।’ঋত্বিকের বাড়িতে একরত্তি ছেলে রয়েছে। তার সঙ্গে কেমন করে সময় কাটে অভিনেতা? ঋত্বিক বলছেন, ছেলের সঙ্গেও সময় কাটে বেশ অনেকটাই। ওকে গল্প পড়ে শোনানো, ওর সঙ্গে খেলা, ওর গল্প শোনা… ছেলের অনেক কিছুতেই আমি থাকি। মাঝে মাঝে হোমওয়ার্কও করাতে হয় ওকে।’ ছেলেক নিয়ে কী স্বপ্ন রয়েছে? একটু হেসে ঋত্বিক বললেন, ‘ছেলেকে নিয়ে কোনও স্বপ্ন নেই আপাতত। ও যা হতে চাইছে তাই হোক। কেবল একজন ভালো মানুষ হোক।’ লাইটস, ক্যামেরা, অ্যাকশান নয়, তাঁর অভিনয় জীবনের সূচনা ‘থার্ড বেল’ দিয়ে। মঞ্চাভিনেতা ঋত্বিক কখনও ভেবেছিলেন তিনি বড়পর্দায় ছবির নায়ক হবেন? অভিনেতা বলছেন, ‘আমি যখন অভিনয়ে পা রাখি, তখন চরিত্রকে কেন্দ্র করে গল্পের তেমন চল ছিল না। তাই আমার ধারণা ছিল আমি কখনও হিরো হতে পারব না। মেরেকেটে ভিলেন হতে পারি। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে ছবির ধারা যখন বদলাল, তখন চরিত্রাভিনেতাদের প্রয়োজন হয়ে পড়ল। টেলিভিশনে কাজ করতে করতেও ছবি করার ভাবনা ছিল না। সবকিছুই হয়েছে খুব ধীরে ধীরে। বাংলা ছবির সঙ্গে আমার চরিত্রও বদলেছে। আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য