Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল মায়ের গমন এবং শারদ সম্মান...

রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল মায়ের গমন এবং শারদ সম্মান ২০২২ প্রস্তুতি সভা

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে “মায়েরগমন” এবং শারদসম্মান২০২২ শীর্ষক এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিনের বৈঠকে আসন্ন শারদোৎসব উপলক্ষে মায়ের গমন অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরক্ষা প্রশাসন, ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে শারদোৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই মায়েরগমন অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয় আজকের প্রস্তুতি সভায়। পূজা উদ্যোক্তারা প্যান্ডেল তৈরির ক্ষেত্রে যাবতীয় নিয়মকানুন মেনে কাজ করছেন কিনা তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পলিথিন মুক্ত পরিবেশ বজায়
রাখতেও বৈঠকে গুরত্বারোপ করা হয়। ডিজাস্টার ম্যানেজমেন্টও বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে। পাশাপাশি শারদসম্মান২০২২ উপলক্ষে বৈঠকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় আসন্ন শারদোৎসবকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যমন্ডিত করে তোলার জন্য বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা তাদের অতীতের অভিজ্ঞতা থেকে মূল্যবান বক্তব্য ও প্রস্তাব তোলে ধরেন। আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, আগরতলা ক্লাব ফোরামের সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার,বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব, বিশিষ্ট শিক্ষক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা॥

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য