Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যNGDRS প্রকল্পে দুর্নীতি বেড়েছে আদালত চত্বরে- বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৌশিক ইন্দু

NGDRS প্রকল্পে দুর্নীতি বেড়েছে আদালত চত্বরে- বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৌশিক ইন্দু

সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে সাব রেজিস্ট্রি অফিসগুলিতে দলিল নিবন্ধন ইত্যাদির জন্য NGDRS প্রক্রিয়া চালু করা হয়েছে৷ এর আগে সাব-রেজিস্টার সদরের অফিসে প্রতি কর্মদিবসে গড়ে ৮০/৯০টি দলিল রেজিস্ট্রি করা হতো। লক ডাউন সময়কালে একটি উল্লেখযোগ্য সময়ের জন্য নিবন্ধন কাজ বন্ধ ছিল এবং কিছু ক্ষেত্রে, যদিও দলিল নিবন্ধন করা হয়েছিল কিন্তু শুধুমাত্র সীমিত সংখ্যক কাজের জন্য, যার জন্য বিশাল ব্যাকলগ তৈরি হয়েছে। সম্প্রতি দলিল নিবন্ধনের জন্য এনজিডিআরএস পদ্ধতি চালু করা হয়েছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অ্যাডভোকেট/ডিড রাইটারদের দ্বারা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সাব রেজিস্টার সদর দপ্তরে একদিনে সর্বোচ্চ ৪৮টি দলিল নিবন্ধন করা যাবে। তবে বিপুল ব্যাকলগের কারণে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট বেশিরভাগ দলিল লেখক/অ্যাডভোকেটদের দ্বারা প্রুফ করাতে পারছে না । বর্তমানে এন জি ডি আর এস এর মাধ্যমে অনেক দুর্নীতি ছেড়ে গেছে আদালত চত্তরে, সাংবাদিক সম্মেলনে একথা জানান বার এসোসিয়েশন এর সধারনসম্পাদক কৌশিক ইন্দু।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য