রবিবার রাজধানী আগরতলা প্রেস পাবে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি চতুর্থ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন সংবাদ মাধ্যম সমাজের দর্পণ । তারা একদিকে যেমন সরকারের ভাল কাজগুলি জনগণের সামনে তুলে ধরে সেই কাজের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, অপরদিকে সরকারের ভুল ত্রুটি গুলি তুলে ধরে সেগুলিকে শুধরানোর জন্য সুযোগ করে দেয়। সংবাদ মাধ্যম সমাজের দর্পণ৷ তারা একদিকে যেমন সরকারের ভাল কাজগুলি জনগণের সামনে তুলে ধরে সেই কাজের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, অপরদিকে সরকারের ভুল ত্রুটি গুলি তুলে ধরে সেগুলিকে শুধরানোর জন্য সুযোগ করে দেয় এবং আমি আশাবাদী আগামী দিনেও সংবাদমাধ্যম কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণকারী কাজগুলি জনগণের কাছে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে। তাছাড়া এদিন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে সংবাদ জগতের উপযোগী অনুকূল পরিমন্ডল সহ সংবাদ কর্মীদের কল্যাণে বর্তমান সরকারের সময়ে গুচ্ছ পরিকল্পনা সফল ভাবে রূপায়িত হয়েছে l পেইড নিউজ বা ইয়েলো জার্নালিজমের মত অশুভ প্রভাব মুক্ত থেকে ইতিবাচক সংবাদ পরিবেশন, সমাজে সঠিক জনমত গঠনে সহায়ক বলে অভিমত ব্যাক্ত করেন। এদিনের সম্মেলনে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।



