Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যনেশামুক্ত ত্রিপুরা গঠনে দায়িত্ব নিতে হবে সাংবাদিকদের- মুখ্যমন্ত্রী

নেশামুক্ত ত্রিপুরা গঠনে দায়িত্ব নিতে হবে সাংবাদিকদের- মুখ্যমন্ত্রী

রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির ৪র্থ রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হয়, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় পাল, সেবক ভট্টাচার্য, সৌরজিত পাল সহ বরিষ্ঠ সাংবাদিকরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান সরকার খুবই মিডিয়া বান্ধব। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যম। নৈতিকতা ও মূল্যবোধ সংবাদ মাধ্যমের অন্যতম বৈশিষ্ট্য। সাংবাদিকরা হচ্ছেন সমাজ ব্যবস্থার দর্পণ। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে সাংবাদিকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাছাড়া রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশ্বাস রাখেন যে এই সম্মেলনের মাধ্যমে যে মহতী উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ত্রিপুরা ইলেকট্রনিক্সমিডিয়া_সোসাইটি গঠিত হয়েছিল তা বাস্তবায়নের পথে এই সংগঠন আরও এগিয়ে যাবে বলে। এই দিনের সম্মেলনে বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য