জানা যায় তেলিয়ামুড়া বনদপ্তরের বন কর্মীদের কাছে গোপনে খবর আসে মুঙ্গিয়াকামী শালবাগান এলাকার জঙ্গলে অবৈধ কিছু চেরাই কাঠ রয়েছে। সেই খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট শিবু চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় পৌঁছে তল্লাশি চালায়। পড়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর অবশেষে আসে সাফল্য। পরবর্তীতে বনকর্মীরা বাজেয়াপ্তকৃত কাঠগুলি উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া গামাইবাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে।
এ প্রসঙ্গে রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট শিবু চক্রবর্তী জানিয়েছেন,,,, বাজেয়াপ্তকৃত কাঠ গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।



