Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজানা কয়েক কর্মী সমর্থকদের নিয়ে সি.পি.আই.এম-এর নেতৃত্ব'রা জনসভা সারলেন তেলিয়ামুড়ায়

জানা কয়েক কর্মী সমর্থকদের নিয়ে সি.পি.আই.এম-এর নেতৃত্ব’রা জনসভা সারলেন তেলিয়ামুড়ায়


শনিবার রাজনৈতিক অনুষ্ঠানে সিপিআইএম দলের নেতাকর্মীরা তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয়ের সামনে থেকে অম্পি চৌমনীতে আসে এক রেলী করে। সেই অম্পি চৌমুহনীতে সিপিআইএম দলের নেতৃত্বরা জনসভা অনুষ্ঠিত করে। এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, তেলিয়ামুড়া মহাকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব’রা।
এদিনের সভার শুরুতেই সিপিআইএম দলের নেতৃত্বরা ঝাঁঝালো বক্তব্য রাখেন জনাকয়েক কয়েক কর্মী সমর্থকদের সামনে। নেতাদের মুখে এমন লম্বা চওড়া ভাষণ শ্রবণ করে কর্মী সমর্থক থেকে শুরু করে পথ চলতি মানুষজন ঘর মুখী হতে শুরু করে। কারণ, বিগত ২৫ বছর ধরে এই দলের নেতাদের লম্বা চওড়া ভাষণ শ্রবণ করেছিল রাজ্যের মানুষজন। এদিকে সিপিআইএম দলের স্থানীয় নেতৃত্বরা কর্মী সমর্থকদের জড়ো করতে গিয়ে গাড়ি যুগে কল্যাণপুর, রতিয়া, ঘিলাতলী সহ একাধিক জায়গা থেকে কর্মী সমর্থক নিয়ে এসে তাদের সভা স্থল ভরাট করার চেষ্টা করেন, কিন্তু তাতেও ব্যার্থ হয় তারা।
সিপিআইএম দলের শনিবারের জনসভার পর থেকেই স্থানীয় অম্পি চৌমনী এলাকার সহ গোটা এলাকা জুড়ে সিপিআইএম দলের প্রসঙ্গ নিয়ে কেমন যেন গা ঝাড়া গুঞ্জন চলছে। তবে নেতাদের লম্বা-চওড়া ভাষণে তেমন কোনো যুক্তি সঙ্গত ছিল না বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য