ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৮ তম জন্মজয়ন্তী ঘটা করে পালন করল তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটি। শনিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ৭৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে তেলিয়ামুড়ার রাজীব গান্ধীর মর্মর মূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে শান্তিনগর স্থিত কংগ্রেস ভবনে দলীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করলো তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটি। এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বরা উপস্থিত ছিলেন।