এক বছর অতিক্রম হবার পরেও এখনো পযন্ত জে আর বি টি ফলাফল প্রকাশ করা হয়নি। গত বছর আগস্ট মাসের এমন দিনে ই পরীক্ষায় বসেছিল কিন্তু বছর পার হয়ে যাবার পড় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি তাই শনিবার আগরতলার অফিস ল্যান্ড স্থিত জেআর বিটি দপ্তর ঘেরাও করে বেকাররা তাদের দাবি দপ্তর তাদেরকে আশ্বাস দিতে হবে দপ্তর পক্ষ থেকে কোনরকম আশ্বাস না পেয়ে তারা অফিস ল্যান্ড এর রাস্তা অবরোধ করেন। বর্তমান রাজ্য সরকার কেবিনেট সিদ্ধান্ত ও অর্ধ দপ্তর থেকে মান্যতা দেওয়ার পরেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সেই বিজ্ঞপ্তি মূলে১ লক্ষ ২১ হাজার প্রার্থী জে আর বিটি পরীক্ষা দিয়েছে কিন্তু এক বছর পর ও তাদের ফলাফল প্রকাশ করা হয়নি না কোন চাকুরি হয়েছে তাদের ফলাফল প্রকাশ করার জন্য দপ্তরের কাছে বার বার ডেপুটেশন প্রদান করেও কোন লাভ হয় নি শেষ পর্যন্ত বধ্য হয়ে তারা রাস্তা অবরোধ এ বসেন শনিবার। আগরতলার অফিস লেন এর রাস্তা অবরোধ এর কথা জানতে পেরে পুলিশ ঘটনা স্তলে এসে অবরোধ কারী দের কে গ্রেফতার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায় তাদেরকে।