Thursday, October 16, 2025
বাড়িখবররাজ্যবহিঃ রাজ্যের শিল্প উদ্যোগীরা ত্রিপুরায় বিনিয়োগ করতে অধিক পরিমাণে উৎসাহিত হচ্ছে- মুখ্যমন্ত্রী...

বহিঃ রাজ্যের শিল্প উদ্যোগীরা ত্রিপুরায় বিনিয়োগ করতে অধিক পরিমাণে উৎসাহিত হচ্ছে- মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

শনিবার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়েল কমপ্লেক্স পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি শিল্প উদ্যোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অ সুবিধাগুলো সম্পর্কে অবগত হন। এই কমপ্লেক্স এলাকায় রাস্তাঘাটের উন্নতি সাধন ও ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলোর নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়ে তাঁদের আস্বস্ত করেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গড়তে হলে বাড়াতে হবে উৎপাদিত পণ্যের রপ্তানি। আগের তুলনায় বর্তমান সরকারের সময়কালে রাজ্যে উৎপাদিত পণ্য সামগ্রীর রপ্তানি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারের “ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন স্কিম – ২০২২” এর মাধ্যমে রাজ্য ও বহিঃ রাজ্যের শিল্প উদ্যোগীরা ত্রিপুরায় বিনিয়োগ করতে অধিক পরিমাণে উৎসাহিত হচ্ছে। সরকার বোধজং নগর ও আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উন্নতি সাধনে যথেষ্ট সচেতন রয়েছে বলে, পাশাপাশি তিনি জেনে খুশি হন যে, এই কমপ্লেক্স থেকে বাঁশ জাত উৎপাদিত সামগ্রী ব্যবহৃত হয়েছে ভারতের নবনির্মিত পার্লামেন্ট হাউসে। এখানে আগের তুলনায় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বৃদ্ধি পেয়েছে। চাহিদা বেড়েছে গ্যাস ও বিদ্যুতের। শিল্প উদ্যোগীদের এই দুটি সমস্যা নিরশনে সরকার চেষ্টা করছে। ২২.০১ কোটি টাকা ব্যয়ে ‘পিএম গতিশক্তি’ স্কীমে বিদ্যুৎ সমস্যা নিরসনে প্রস্তাব রয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য