শুক্রবার ছাত্র যুব ভবনে যথাযথ মর্যাদায় পালিত হলো উপজাতি ছাত্র সংগঠনের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন টিএসইউ এর রাজ্য সভাপতি নেতাজি দেববর্মা, এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজাতি ছাত্র সংগঠনের নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হবে প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য এবং বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান ১৯৭৮ সালে আজকের এই দিনেই তথা ১৯শে আগস্ট উপজাতি ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মার নেতৃত্বে, টি এস ইউ উপজাতি ছাত্র-ছাত্রীদের যে সমস্যা রয়েছে এবং সমাজের বিভেদগামী শক্তিকে প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তাছাড়া এদিন তিনি আজকের দিনে বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষকের যে সমস্যা রয়েছে ও শিক্ষা ব্যবস্থা যে দুরবস্থা চলছে এবং শিক্ষাকে বেসরকারিকরণ করার যে চেষ্টা চলছে তা অতি দ্রুত বন্ধ করা দাবি রাখেন এবং এর বিপক্ষে লড়াই বিগত দিনেও জারি ছিল, আজও জারী রয়েছে এবং আগামী দিনেও জারি থাকবেন বলে জানান।