স্বাধীনতা সংগ্রামী উধম সিং এর শহীদান দিবসে,সংযুক্ত কিসান মোর্চা ত্রিপুরার ন্যুনতম সহায়ক মূল্যের আইন প্রনয়ন ,কৃষক আন্দোলনের সময় কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার ,লখিমপুর খেরিতে কৃষক ও সাংবাদিক হত্যায় অভিযুক্তদের দৃষ্টান্ত মূ শাস্তি ওকেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রীসভা থেকে বরখাস্তের দাবিতে ৩১শে জুলাই রবিবার সকালে আগরতলার বিবেকানন্দ ময়দানে বিবেকানন্দ মূর্তির সামনে মোর্চার জমায়েত ও চাক্কা জ্যাম’ কর্মসূচিত করা হয়, এই দিন উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চা এিপুরা আহবায়ক পবিত্র কর সহ অন্যান নেতৃত্বরা। এই দিন সংযুক্ত কৃষাণ মোর্চা ত্রিপুরা আহবায়ক পবিত্র কর বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০২১ সাল করুণা অতি মারির মধ্যেও দেশের কৃষকরা এক বছরের উপরে রাস্তায় বসেছিল পুলিশের নিপীড়ন অত্যাচার সমস্ত কিছুকে এবং নরেন্দ্র মোদি সরকারের অবজ্ঞা সমস্ত কিছুকে উপেক্ষা করে পাঁচ শতাধিক কৃষক সংগঠন তারা এই লড়াই চালিয়েছিলেন শেষ পর্যন্ত এই অহংকারী নরেন্দ্র মোদি সরকারকে মাথা নত করে কৃষকদের যে প্রধান দাবি কৃষিআইন বাতিল করা তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বলে উনার বক্তব্যে তোলে ধরেন।
স্বাধীনতা সংগ্রামী উধম সিং এর শহীদান দিবসে,সংযুক্ত কিসান মোর্চা ত্রিপুরার ন্যুনতম সহায়ক মূল্যের আইন প্রনয়ন ,কৃষক আন্দোলনের সময় কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার ,লখিমপুর খেরিতে কৃষক ও সাংবাদিক হত্যায় অভিযুক্তদের দৃষ্টান্ত মূ শাস্তি ওকেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রীসভা থেকে বরখাস্তের দাবিতে ৩১শে জুলাই রবিবার সকালে আগরতলার বিবেকানন্দ ময়দানে বিবেকানন্দ মূর্তির সামনে মোর্চার জমায়েত ও চাক্কা জ্যাম’ কর্মসূচিত করা হয়, এই দিন উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চা এিপুরা আহবায়ক পবিত্র কর সহ অন্যান নেতৃত্বরা। এই দিন সংযুক্ত কৃষাণ মোর্চা ত্রিপুরা আহবায়ক পবিত্র কর বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০২১ সাল করুণা অতি মারির মধ্যেও দেশের কৃষকরা এক বছরের উপরে রাস্তায় বসেছিল পুলিশের নিপীড়ন অত্যাচার সমস্ত কিছুকে এবং নরেন্দ্র মোদি সরকারের অবজ্ঞা সমস্ত কিছুকে উপেক্ষা করে পাঁচ শতাধিক কৃষক সংগঠন তারা এই লড়াই চালিয়েছিলেন শেষ পর্যন্ত এই অহংকারী নরেন্দ্র মোদি সরকারকে মাথা নত করে কৃষকদের যে প্রধান দাবি কৃষিআইন বাতিল করা তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বলে উনার বক্তব্যে তোলে ধরেন।



