Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজাতীয় জয়েন্ট ও হাড় দিবস উপলক্ষে কলকাতার মেডিকা হাসপাতাল, রোটারি ক্লাব অফ...

জাতীয় জয়েন্ট ও হাড় দিবস উপলক্ষে কলকাতার মেডিকা হাসপাতাল, রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এবং আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের-একটি সাইকেল কমিউনিটি সংগঠনের সহযোগিতায় সাইকেল রেলি

কলকাতার মেডিকা হাসপাতাল, রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এবং আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের-একটি সাইকেল কমিউনিটি সংগঠনর, সহযোগিতায় সাইকেল রেলির আয়োজন করা হয়েছে। ৪ আগস্ট জাতীয় জয়েন্ট ও হাড় দিবস উপলক্ষে সেই দিনটি উদযাপন করার জন্য রবিবার এই রেলির আয়োজন করা হয়েছে, এই রেলিতে উপস্থিত ছিলেন কলকাতার বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর বিকাশ কাপুর এবং রোটারি ক্লাব অফ আগরতলা সিটির প্রেসিডেন্ট ডক্টর অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যানরা। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি ডঃ অচিন্ত্য ভট্টাচার্য বলেন আগামী ৪ আগস্ট জাতীয় জয়েন্ট হার দিবস সেই উপলক্ষে সাইকেল রেলির মধ্য দিয়ে হাড় এবং শরীরকে কিভাবে যত্ন নেওয়া যায় তাকে সচেতনতা করা এবং এই সাইকেল রেলিতে প্রায় ১০০ সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেছেন এবং হার ও সাইক্লিনের মধ্যে দিয়ে শরীরের কি যত্ন নেওয়া যায় সে বিষয়ে জনগণকে অবগত করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য