রবিবার CRU(NER) সংস্থার ৫০ বর্ষ পূর্তিকে সামনে রেখে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংস্থার কার্যালয়ে। এদিনের রক্তদান শিবিরে সংস্থার ৫০ জন কার্যকর্তা রক্তদান করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কার্যকর্তা বলেন CRU(NER) এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সংস্থার যে ১৬ টি ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিটের উদ্যোগে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে আজ সংস্থার কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারপর স্বাস্থ্যশিবিরসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে জানান। এ দিনের কর্মসূচিকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।



