Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের কুরবানী ঈদ

যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের কুরবানী ঈদ

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টিকে চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামে পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। তারই পরিপ্রেক্ষিতে সারা দেশের সাথে রাজ্যে ও পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের কুরবানী ঈদ। এদিন মুসলিম ধর্মাবলম্বী লোকেরা রাজধানীর গেঁদু মিয়া মসজিদে ঈদের নামাজ আদায় করেন, এদিন নামাজ পাঠ করান মৌলানা বোরহান উদ্দিন। এদিন সংবাদমাধ্যমের সামনে কুরবানী ঈদের মূল লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান দেশ ও সমাজের জন্যে কুরবানী নিয়ে সচেতনতা বাড়ানো লক্ষ্যেই কুরবানী ঈদের আয়োজন বলে। তাছাড়া কুরবানী ঈদের ইতিহাস তুলে ধরে তিনি, ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ তা’আলা ইসলামের রাসুল হযরত ইব্রাহীমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন: ইব্রাহীম স্বপ্নে এবম্বিধ আদেশ পেয়ে ১০টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি আবারো একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহীম এবার ১০০টি উট কোরবানি করেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুতিসহ আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করেন। এ সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহীম ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল, এবং ইব্রাহীম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। তারপর যখন ইব্রাহীম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। ইব্রাহীম আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর থেকেই এই কুরবানী ঈদের প্রচলন বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য