শনিবার ইসকন আয়োজিত ফেরা রথ যাত্রার “ফেরা রথযাত্রা” এমবিবি ক্লাব চত্বর থেকে শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লব কুমার দেব চড়িয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবকে কাঁধে করে রথে আসীন করান। এদিন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রভু জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রার কৃপা আলোকে মুছে যাক সমস্ত জরা, অশুভ আঁধার বলে কামনা করেন l তাছাড়া সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক প্রত্যেকের জীবন বলে প্রার্থনা করেন। পাশাপাশি এদিন তিনি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সুন্দর ত্রিপুরা গড়ার যে স্বপ্ন নিয়ে ২০১৮ সাল থেকে পথ চলা শুরু হয়েছে তা সাকারাত্মক মানসিকতা নিয়ে আগামী দিন ও জারি রাখবে নয় বনমালীপুরের মা, বোনেরা, ভাইয়েরা এবং সমস্ত ত্রিপুরাবাসী বলে আশা ব্যক্ত করেন। এদিনের ফেরা রথ অনুষ্ঠানে ভক্তজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।



