ঐতিহ্যবাহী খারচি পূজা আজ তৃতীয় দিনে পা রেখেছে, এই পূজো ও মেলাকে শান্তিপূর্ণ এবং সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য সারা রাজ্য থেকে ১৫০ জন স্কাউট গাইডস স্বেচ্ছাসেবকদেরকে মেলা কমিটি নিয়োগ করেছেন। স্কাউট গাইডসের স্বেচ্ছাসেবকরা মেলায় আসা ভক্তবৃন্দদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সুন্দরভাবে পূজা অর্চনা যাতে করতে পারেন সেই ব্যবস্থা করবেন। পাশাপাশি মেলায় ভিড় জমলে পড়েও সেখানের পরিস্থিতি সামাল দেবার কাজও তারা করবেন, এই দিন স্কাউট গাইডস দুলাল দেবনাথ বলেন মেলাকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য প্রত্যেকবারই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা মেলা কমিটি থেকে করা হয় বলে জানান তিনি।



