Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যঐতিহ্যবাহী খার্চী পুজো ও মেলা সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য মেলা কমিটি নিয়োগ...

ঐতিহ্যবাহী খার্চী পুজো ও মেলা সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য মেলা কমিটি নিয়োগ করলো ১৫০ স্কাউট গাইডস

ঐতিহ্যবাহী খারচি পূজা আজ তৃতীয় দিনে পা রেখেছে, এই পূজো ও মেলাকে শান্তিপূর্ণ এবং সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য সারা রাজ্য থেকে ১৫০ জন স্কাউট গাইডস স্বেচ্ছাসেবকদেরকে মেলা কমিটি নিয়োগ করেছেন। স্কাউট গাইডসের স্বেচ্ছাসেবকরা মেলায় আসা ভক্তবৃন্দদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সুন্দরভাবে পূজা অর্চনা যাতে করতে পারেন সেই ব্যবস্থা করবেন। পাশাপাশি মেলায় ভিড় জমলে পড়েও সেখানের পরিস্থিতি সামাল দেবার কাজও তারা করবেন, এই দিন স্কাউট গাইডস দুলাল দেবনাথ বলেন মেলাকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য প্রত্যেকবারই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা মেলা কমিটি থেকে করা হয় বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য