শনিবার রাজ্য সচিবালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হলেন তিপ্রামথা চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং টিটিএডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা। এদিন সাক্ষাতের পর মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় যে সমস্ত সমস্যা রয়েছে যেমন ফান্ডিং, চাকরি, দপ্তর, ইত্যাদি ক্ষেত্রে। তাই সমস্যা গুলি নিরসনে এডিসি এলাকাকে নিয়ে একটি রিভিউ মিটিং এর আবেদন রাখা হয়েছে রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর কাছে বলে জানিয়েছেন। কেননা বর্তমান শাসক দলের যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ তা পূর্ণ হবে না এডিসি এলাকাকে বাদ দিয়ে বলে। সুতরাং এ ডি সি এলাকার উন্নয়নের স্বার্থে রিভিউ মিটিং এর দাবি রেখেছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রী তা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন বলে জানান তিনি।



