Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্য৪ দফা দাবিতে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফের সুবিশাল...

৪ দফা দাবিতে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফের সুবিশাল মিছিল

জে আর বি টি পরীক্ষার ফলাফল, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা দ্রুততার সাথে ফিরিয়ে আনা,শিক্ষক স্বল্পতা দূর করতে টেট উত্তীর্ণ সকল যুবক যুবতীদের চাকুরী প্রদান করা, ১০৩২৩ চাকুরিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকুরী ফিরিয়ে দেওয়ার সহ মোট ৪ দফা দাবিকে সামনে রেখে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ এক মিছিলের আয়োজন করেন শনিবার ছাত্র যুব ভবন এর সামনে থেকে। এই দিন উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, ডি ওয়াই এফ আই এর সাধারন সম্পাদক নবারুণ দেব, টি ওয়াই এফ এর রাজ্য সভাপতি সহ অন্যারা। এদিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে ডি ওয়াই এফ আই এর সভাপতি পলাশ ভৌমিক বলেন রাজ্যে বিজেপি আই পি এফ টি জোট সরকার আমাদের রাজ্যে সম্পূর্ণ বেকার বিরোধী নীতি গ্রহণ করে চলছে গত সারে চার বছর ধরে আমাদের রাজ্যে বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান এবং নানা ধরনের প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করে চলছে রাজ্যে সরকার প্রতিষ্ঠার পর থেকে কেলোর কীর্তি করে চলছে বেকার ছেলে মেয়েদের সাথে। চার দফা দাবিতে আগরতলা শহরে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর পক্ষ থেকে খুব কর্মসূচি করছেন বলে জানান তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য