Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যবেকারদের স্বাবলম্বী করার লক্ষে ৬১টি অটো রুট পারমিট দিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি...

বেকারদের স্বাবলম্বী করার লক্ষে ৬১টি অটো রুট পারমিট দিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

রাজ্যের সরকার চাইছে, ছোট গাড়ির মাধ্যমে শহরতলি এবং তার আশপাশ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক। বেকার যুবকদের কর্মসংস্থান হোক। শহরতলিতে এমন অনেক এলাকা আছে, যেখানে বাস চলে না। অথচ, ওই সব এলাকার প্রচুর মানুষ নানা কাজে প্রায়শই শহরে আসেন। নতুন করে এই সকল রুটে কিছু সংখ্যক নতুন অটো গাড়ী নামলে প্রচুর মানুষ উপকৃত হবেন। সেই সকল মানুষদের কথা মাথায় রেখে পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের অঙ্গ হিসেবে আজ বিকেলে রাণীরবাজার গীতাঞ্জলি হলঘরে ৬১ জন বেকার ভাইকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ৬১টি অটো গাড়ীর রুট পারমিট বিতরণ করেন রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রানীরবাজার পুর পরিষদের চেয়াপার্সন শ্রীমতি অর্পনা শুক্লা দাস,ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস,জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস, বিশিষ্ট সমাজসেবী অসিত রায়,গৌরাঙ্গ ভৌমিক, পার্থ সারথী সাহা সহ অন্যান্য বিশিষ্টব্যক্তিরা॥

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য