Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদচুরি কান্ডের ঘটনা সাথে জড়িত এক চোর এলাকাবাসীর হাতে আটক, উত্তম মধ্যম...

চুরি কান্ডের ঘটনা সাথে জড়িত এক চোর এলাকাবাসীর হাতে আটক, উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে


স্বর্ণের চেইন সহ এলাকার বিভিন্ন বাড়িতে চুরি কান্ডের ঘটনায় অভিযুক্ত চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের তুলে দিল এলাকাবাসী। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায় শুক্রবার।
জানা যায়,জারুইলং বাড়ি এলাকায় প্রতিনিয়তই কোন না কোন বাড়িতে চুরি কান্ডের ঘটনা ঘটে চলছে। কারোর বাড়ির স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে স্বর্ণালংকার সহ মোবাইল ফোন রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে এলাকাবাসীরা একই এলাকার যুবক জিতু দেববর্মাকে সন্দেহ মূলক ভাবে আটক করে এবং তাকে উত্তমাধ্যম দিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই এলাকায় যত চুরি কান্ড হয়েছে সবই সে করেছে। তার স্বীকারোক্তিতে এলাকাবাসীরা খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু দেববর্মাকে আটক করে তেলিয়ামুড়া থানায় তুলে নিয়ে আসে। এদিকে যদিও চুরি যাওয়ার জিনিসপত্র এখন অব্দি পাওয়া যায়নি বলে সংবাদে জানা যায়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য