Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যমানুষের জন্য কাজ করব- মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

মানুষের জন্য কাজ করব- মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

শুক্রবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর ডাঃ মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিনে সাধারণ জনগণের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তা পূরণ করার চেষ্টার, পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর কথা জানালেন। তাছাড়া মানুষ আমাদের পাশে রয়েছে যা দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনে চারটিতে জয় এবং রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচনে তিনটিতে জয় তা প্রমাণ করে। পাশাপাশি এই দিন রাজ্যের বিরোধী দলের শাসক দলের প্রতি যে অভিযোগ দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান এসব বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন কিছুদিন আগে সমাপ্ত হওয়া কার্যকারীনি বৈঠকের মধ্যে এই বিষয়গুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, বিগত ইউপিএ সরকারের আমলে বৃদ্ধি হওয়া দ্রব্যমূল্যের দাম এবং বিজেপি সরকারের আমলে বৃদ্ধি হওয়া দ্রব্যমূল্যের তফাৎ, তাছাড়া এই অভিযোগগুলো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চিন্তা ভাবনা করবেন বলে জানান এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও মহার্ঘ ভাতা নিয়ে বিরোধীদের যে প্রশ্ন সেই প্রশ্নই তাদেরকে করা উচিত কেননা তাদের আমলেও অবস্থাটা একই ছিল সুতরাং এসব বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কাজ করবেন বলে জানান। পাশাপাশি এদিন তিনি রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে সিপিআইএমকেই চিহ্নিত করলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য