শুক্রবার আগরতলার পৌর নিগমের কনফারেন্স হলে পূর্ত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। এই বিষয় বৈঠকে উপস্তিত ছিলেন পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পূর্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি অলক রায়,এবং কমিটির সদস্য সহ দপ্তরের আধিকারিকরা। এই দিনের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পর্কে বলতে গিয়ে পূর্নিগমের মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরে এবং ওয়ার্ডের রাস্তা, ইলেকট্রিকের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হবে এবং সমাধানের প্রস্তাব থাকবে, আগরতলা শহরকে বিশেষ করে রাস্তা কে উন্নত করা নিকাশি ব্যবস্থা যাতে আরো উন্নত করা যায় এবং শহরের যে জল জমা রাস্তা নষ্ট হচ্ছে সেগুলি কিভাবে ঠিক করে জনগণের চলাচলের উপযুক্ত করা সহ অন্যা বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।



