শশী কলা কেন্দ্র আয়োজিত রক্তদান শিবির সম্পর্কে শুক্রবার আগরতলায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শশী কলা কেন্দ্রর সাধারণ সম্পাদক পন্ডিত দুলাল বিশ্বাস।এই দিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন, গুরুপূর্নিমার পুন্য তিথি উদযাপনের অঙ্গ হিসাবে শশী কলা কেন্দ্র আগামী ১০ ই জুলাই , ২০২২ স্থানীয় আই এম এ হাউজে সকাল ৯:৩০ ঘটিকায় এক রক্তদান শিবিরের আয়োজন করেছে । উক্ত রক্তদান শিবিরে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আগরতলা শহরের মেয়র দীপক মজুমদার এই রক্তদান শিবির কে সাফল্য করার জন্য শশী কলা কেন্দ্রের সকল সদস্যদের কে আহ্বান জানান তিনি।



