অতিরিক্ত জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বেশিরভাগ সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ২০২২ সালে এই নিয়ে ৫ বারেরও বেশি জ্বালানি গ্যাসের দাম বেড়েছে । গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী কর্মচারীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, জ্বালানি গ্যাসের পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমত অবস্থায় জ্বালানি গ্যাসের গ্রাহকরা সরকারের কাছে আবেদন করেন যাতে গ্যাসের দাম কমানো হয় তাতে করে খেয়ে পড়ে বেঁচে থাকা কিছুটা হলেও সম্ভব হবে বলে। বৃহস্পতিবার আগরতলার রাজবাড়ীস্থিত ইন্ডিয়ান গ্যাস এজেন্সির সামনে গ্রাহকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রতিনিয়ত জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের ও দাম বেড়ে চলছে তাই সরকার যদি পদক্ষেপ নেন তা হলে জ্বালানি গ্যাস এর গ্রাহকদের জন্য সুবিধা হবে বলে জানান।



