স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে প্রায় 18 দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্নরা। মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় ।এর পরিপ্রেক্ষিতে বুধবার ইন্টার্নরা পাল্টা সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলন করে ইন্টার্ন দের তরফে জানানো হয় ২৩ মে তারা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তাদের দাবি পূরণ হলে আন্দোলনে যেতে পারেন। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে যে অভিযোগ করা হয়েছে ইন্টার্নদের উস্কানি দেওয়া হচ্ছে তাও তারা এদিন অস্বীকার করেন ।তারা এদিন ফের জানিয়ে দেন তাদের আন্দোলনের পেছনে কোন উস্কানি নেই । তাদের ন্যায্য দাবির আন্দোলনকে বদনাম করতেই এ ধরনের অভিযোগ কর্তৃপক্ষের তরফে করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন তারা। ইন্টার্নরা এদিন বিস্ফোরক অভিযোগ করেন তাদের অভিযোগ সারে চার বছর ধরে তারা নানাভাবে বঞ্চিত টিএমসিতে তারা কোন কিছুরই প্রতিবাদ করতে পারেনি তাদের আওয়াজকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে । তারা বলেন সাড়ে চার বছরের জমা ক্ষোভের বহিঃপ্রকাশ এই আন্দোলন।



