মঙ্গলবার বিধানসভায় লবিতে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে শপথ নেন বিধায়ক সুদীপ রায় বর্মন ,মলিনা দেবনাথ ও স্বপ্না দাস পাল। অধ্যক্ষ রতন চক্রবর্তী তাদের শপথ বাক্য পাঠ করান। তবে এদিন শপথ নিতে পারেননি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা। যেহেতু তিনি সাংসদ হিসেবে এখনও রয়েছেন তাই যেকোনো একটি থেকে উনাকে ছাড়তেই হবে। তারপরই তিনি শপথ নিতে পারবেন। তাই তিনি এদিন শপথ নিতে পারেননি ।তিনি হয় বিধায়ক নয় সাংসদ যেকোনো একটিকে বেছে নিতে হবে। তবে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী তাই তিনি সাংসদ পদ ছাড়তে পারেন। এদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান তিনি পরবর্তী সময় জানিয়ে দেবেন কবে হিসেবে শপথ নিচ্ছেন। 6 আগরতলা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন আগেও তিনি জনগণের আওয়াজ বিধানসভায় পৌঁছে দিয়েছিলেন, তাদের সমস্যা প্রতিকারের চেষ্টা করেছেন । এবারও তাই তিনি করবেন । এদিকে যুবারাজনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজেপি দল থেকে নির্বাচিত মলিনা দেবনাথ জানান যুবরাজ নগর কেন্দ্রের উন্নয়নে তিনি কাজ করবেন।



