হাতেগুনা আর মাত্র কয়েকদিন বাকি উপনির্বাচনের। একুশে জুন শেষ হবে সরব প্রচার। তাই এই সময়ে ঝড়ো গতিতে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শুক্রবার কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা রাজধানীর পোস্ট অফিস চৌমুনী এলাকা থেকে বাড়ি বাড়ি প্রচারে বের হন। ভোটারদের কাছে গিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। প্রচারে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা বলেন, জনগণের মূল্যবান যাতে কোনোভাবেই বিগত দিনের নির্বাচনের মতো কলঙ্কময় না হয় জাতীয় কংগ্রেস সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে। শান্তিপূর্ণ ভোট করার জন্য কংগ্রেসের তরফ থেকে প্রয়াস নেওয়া হবে। নির্বাচন কমিশনকেও সুনিশ্চিত করতে হবে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন ।আশিস বাবূর অভিযোগ বিজেপি ক্ষমতায় আসার পর মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে।



