মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুধু নিজ কেন্দ্রে নয় অন্য তিনটি বিধানসভা এলাকায় উপ নির্বাচনে তিনি প্রচার চালাতে যাবেন কেননা তিনি এখনও প্রদেশ বিজেপি সভাপতির পদে রয়েছেন। তাই প্রতিটি মিনিটকে নির্বাচনী কাজে লাগাতে চাইছেন তিনি।তবে 56 টি বুথে যে যাওয়া সম্ভব নয় উনার তা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন । শুক্রবারও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার বের হন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা। এদিন তিনি গ্র্যান্ডয়োস ক্লাব এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান। উনার সাথে ছিলেন মন্ডল স্তরের নেতা ও যুব মোর্চার কর্মীরা । ব্যাপক সাড়া পাচ্ছেন বলে প্রচারে জানালেন বিজেপি প্রার্থী।



