তেলিয়ামুড়া বন মহকুমা ও নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটি এর যৌথ উদ্যোগে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পালিত হয় বন চেতনা সভা ও বৃক্ষ রোপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বন আধিকারিক সাবির কান্তি দাস কল্যাণপুর বন আধিকারিক সূর্য চরণ দেববর্মা কল্যাণপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন সরকার এছাড়া উপস্থিত ছিলেন নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চিরঞ্জিত দেব উপস্থিত ছিলেন কল্যাণপুরের সাংবাদিক সজল দেড় সহ অন্যান্যরা এদিন ব্যাপক সময় ছাত্র-ছাত্রীদের সামনে বনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তেলিয়ামুড়া বন আধিকারিক শেষে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন চারা গাছ রোপন করা হয় বন চেতনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কেন্দ্র করে অতিথিসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত করা গেছে



