চলে গেলেন আরও এক চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক। নাম তরুণ কান্তি দেববর্মা। হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জানা যায় চাকরি চলে যাবার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন 10323 শিক্ষক-শিক্ষিকারা । কেউ হতাশায় আত্মহত্যা করেছেন , আবার কেউ বা অর্থের অভাবে মানসিকভাবে ভেঙ্গে পড়ে চিকিৎসা করাতে না পেরে মারা গেছেন ।এভাবে 133 জন শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। বুধবার রাতে মারা যান আরো এক শিক্ষক। গভীর রাতে জিবি হাসপাতালে মারা যান তরুণ কান্তি দেববর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক চল্লিশ বৎসর ।কমলপুর মহকুমার কামরাঙ্গা পাড়া এলাকার বাসিন্দা তরুণ কান্তি দেববর্মা। তার অকাল প্রয়াণে শোকাহত চাকুরিচ্যুত অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।



