বুধবার ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডক্টর অশোক সিনহার সমর্থনে ৩ ও ৪নং বুথের জ্যোতির্ময় কলোনি,হরিজন কলোনি লেলিন কলোনি এলাকার গণদেবতাদের বাড়ি-বাড়ি প্রচারে যান। সাথে ছিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহা-কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য গণদেবতাদের কাছে আহ্বান জানান। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন জনগণের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে ৬ নং আগরতলায় যারা দলীল কার্যকর্তা সহ নেতৃত্বরা প্রচারে বের হয়েছেন বলে জানান তিনি



