মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রশ্নোত্তরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন অভিষেক বন্দোপাধ্যায় যখন ত্রিপুরা রওনা হচ্ছেন। আগামীকাল দিল্লিতে যখন বিরোধী দলের নেতাদের বৈঠক আছে৷ ঠিক তখনই অভিষেকের বাড়িতে পাঠানো হল সিবিআই। এটা আসলে পূর্ব পরিকল্পিত। এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা ছড়ানোর জন্যে করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিতে অনেক দক্ষ অফিসার আছেন। কিন্তু তাদের দক্ষতাকে মিসইউজ করছে। মোদী আগে বলেছিলেন বছরে ২ কোটি চাকরি হবে। আট বছরে তাহলে ১৬ কোটি চাকরি হবার কথা৷ সেটা কি হল? আগে সেটার জবাব দিন৷ চাকরি দেওয়ার নাম ও কথা বলে আসলে ভাঁওতাবাজি দিচ্ছেন। গতকাল রাতে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র সহ কর্মীদের উপর দুষ্কৃতীদের দাঁড়া যে আক্রমণ সংঘটিত হয়েছিল সেই পরি প্রেক্ষিতে ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুনাল ঘোষ।



